Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিপদে পড়লে মাশরাফির কাছ থেকে পরামর্শ নেব: তামিম


ইউএনভি ডেস্ক:

জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, অধিনায়ক হিসেবে আমার খুব অভিজ্ঞ নই। আমি অনেক জায়গায় ক্যাপ্টেন্সি করেছি, তাও কিন্তু নয়। এ কারণে আমার প্রতিও বিশ্বাস রাখবেন। ভালো কিছুর জন্য আমাকে একটু সময় দিতে হবে।

শনিবার মিরপুরে তামিম আরও বলেন, একদিক থেকে আমি খুব ভাগ্যবান। মাশরাফি ভাইয়ের সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা সম্পর্কে একটু হলেও জানি।

তামিম আরও বলেন, চেষ্টা করব যতটা সম্ভব মাশরাফির কাছ থেকে কিছু নেয়ার। তার মতো নেতৃত্ব দেয়া খুব কঠিন। আমি যদি কখনও বিপদে পড়ি প্রথমেই মাশরাফির কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করব।

দেশের অন্যতম সেরা এ ওপেনার আরও বলেন, মাশরাফি ভাই এত বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। ওনার পর্যায়ে চলে যেতে পারলে ভালো। আর যদি যেতে না পারি আমাকে কিছু সময় দিতে হবে।


Exit mobile version