বিমানে প্রতিকূল আবহাওয়ায় অ্যালার্ম দেবে যে ঘড়ি


নতুন ভ্রমণ ঘড়ি আনলো এয়ারবাস ও রিচার্ড মিলের নতুন ঘড়িডাচ আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের অঙ্গ প্রতিষ্ঠান এয়ারবাস করপোরেট জেটস (এসিজে) ও সুইস ব্র্যান্ড রিচার্ড মিল।


নতুন এই ভ্রমণ-ঘড়ির নাম ‘আরএম ৬২-০১ ট্যুরবিলন ভাইব্রেটিং অ্যালার্ম এসিজে১’।এসিজে ৩২০নিও মডেলের উড়োজাহাজের সঙ্গে নতুন ঘড়ির নকশা উন্মোচন করা হয়। আপাতত মাত্র ৩০টি কপি বাজারে ছাড়া হয়েছে।

উড়োজাহাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘড়িটির নকশা করেছেন এসিজে’র হেড অব ক্রিয়েটিভ ডিজাইন সিলভেইন মারিয়া। বিশেষ এই ঘড়ির প্রতিকূল আবহাওয়া থাকলে ব্যবহারকারিকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে। এই ভাইব্রেশন শুধুই ঘড়ি ব্যবহারকারি অনুভব করতে পারবেন।

এসিজে সভাপতি বেনোয়া ডেফর্জ বলেন, উদ্ভাবনি প্রযুক্তির প্রতি আবেগ থেকেই রিচার্ড মিলের সঙ্গে আমরা হাত মিলিয়ে নতুন এই ঘড়ি তৈরি করা।সব সময় অন্যরকম অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য থাকে আমাদের। নতুন ভ্রমণ-ঘড়ি তৈরি করা তারই অংশ।


শর্টলিংকঃ