বিমান দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেসিং তারকা


বিমান দুর্ঘটনায় পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক রেসিং তারকা ডেল আর্নহার্ড জুনিয়র, তার স্ত্রী ও কন্যা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের টেনেসিতে স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, প্লেনটি এলিজাবেথটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর এটিতে হঠাৎ আগুন ধরে যায়। এসময় ডেল আর্নহার্ডের স্ত্রী-কন্যা অক্ষত অবস্থায় বের হন। তবে নিজেকে সুরক্ষিত করতে পারেননি আর্নহার্ড। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

হঠাৎ করেই বিমানে আগুন ধরে যাওয়ার বিষয়টি তদন্ত করছেন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ ও দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।

ডেল আনহার্ড জুনিয়র রেসিং কোম্পানি নাসকারের চালক ছিলেন। তিনি দু’বার ডেটোনা ৫০০ শিরোপা জিতেছেন। ২০১৭ সালে অবসরের পর এখন এবিসি স্পোর্টসে নাসকারের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।


শর্টলিংকঃ