বিশ্বকাপে যাওয়ার আগে যা বলে গেলেন টাইগাররা


ইউএনভি ডেস্ক :

আজ (বুধবার) বেলা ১১টা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে করে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মূল উদ্দেশ্য ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। ১৭ মে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে ১৮ মে বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাজ্য যাবে জাতীয় দল।

মাশরাফী
বিশ্বকাপে যাওয়ার আগে কথা গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন মাশরাফী

মূলত ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা যথাযথ নিতে ইংলিশ কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল থাকা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি খেলবে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে এ ত্রিদেশীয় সিরিজের গুরুত্বও অনেক।

দেশ ছাড়ার আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপকে দেখছেন নিজেদের মেলে ধরার বড় সুযোগ হিসেবে।

একনজরে দেখে নেয়া যাক বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কোন ক্রিকেটার কী বলেছেন

মাশরাফি বিন মর্তুজা
অধিনায়ক, পেসার

‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো খেলতে চাই। এটা আমাদের নিজেদের মেলে ধরার একটা বড় সুযোগ। আমরাও সেভাবে ভালো ফলাফল আনতে চেষ্টা করব।’

রুবেল হোসেন
পেসার

‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। তো অবশ্যই আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

মেহেদি হাসান মিরাজ
অলরাউন্ডার

‘বিশ্বকাপ আমাদের জন্য একটা লম্বা সফর। সবার কাছে দোয়া চাই। আপনার আমাদের পাশে থাকবেন।’

সৌম্য সরকার
টপঅর্ডার ব্যাটসম্যান

‘এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশাটা বেশি। আগে যেই ভুলটা করেছি সেটা এবার করা যাবে না।’

সাব্বির রহমান
মিডলঅর্ডার ব্যাটসম্যান

‘আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার ইচ্ছা থাকবে। সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’

মোহাম্মদ মিঠুন
মিডলঅর্ডার ব্যাটসম্যান

‘দেশের মানুষের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন।’

মোসাদ্দেক হোসেন সৈকত
অলরাউন্ডার

‘অবশ্যই দলের ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছাপূরণ হবে।’

মোস্তাফিজুর রহমান
পেসার

‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক উত্তেজিত অবশ্যই।’

মোহাম্মদ সাইফউদ্দিন
অলরাউন্ডার

‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার।’


শর্টলিংকঃ