Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিশ্বভারতীতে অনলাইনেই ভর্তি হতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা


ইউএনভি ডেস্কঃ

করোনা মহামহামারির কারণে এবার অনলাইনে ভর্তির ব্যবস্থা করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য গত ১০ আগস্ট থেকে বিশ্বভারতীর ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে।

বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীরাও এবার অনলাইনে আবেদনের পাশাপাশি ভর্তিও হতে পারবেন। গত ১০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি চলবে। ভর্তির পাশপাশি অনলাইন ফিও পরিশোধ করা যাবে। বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ফরমসহ ভর্তি হওয়া যাবে।

প্রসঙ্গত, নির্ধারিত কিছু পরীক্ষা পিছিয়ে দেওয়ার পাশাপাশি এবার শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কতৃপক্ষ। এর ফলে লকডাউনের সময় থেকে প্রায় ৩ মাস ধরে বিশ্বভারতীর বিভিন্ন হোস্টেলে থাকা প্রায় ৫০ জন শিক্ষার্থী সমস্যার মধ্যে পড়েছেন। তাদের বড় অংশ বিদেশি, বিশেষ করে বাংলাদেশি।


Exit mobile version