Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিয়ের বাস নদীতে, নিহত ২৪


ইউএনভি ডেস্ক:

ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মারা গেছেন অন্তত ২৪ জন। এর মধ্যে অন্তত ১০ জন নারী ও তিন শিশু রয়েছে। বাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

বুধবার সকালে রাজ্যের বুন্দি জেলার কোটা-দাউসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। এটি বারান এলাকা থেকে সাওয়াই মাধবপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

আরও পড়ুন : ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে দিল্লিতে মসজিদে আগুন (ভিডিও)

পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের ওপর থেকে মাইজ নদীতে পড়ে যায়। ব্রিজটিতে কোনও রেলিং বা দেয়াল ছিল না।

লাখেরি থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র জানান, স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধার করে লাখেরির সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কোটার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Exit mobile version