বেঁচে ফিরলেন সাগরে বিকল হওয়া ট্রলারের ৩৮ যাত্রী


টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হলেও প্রাণে রক্ষা পেয়েছেন ৩৮ যাত্রী। এদের মধ্যে ৮জন পর্যটক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ভেসে থাকা যাত্রীবাহী ট্রলার উদ্ধার করে নিরাপদে দ্বীপে নিয়ে এসেছে সেন্টমার্টিন কোস্টগার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জুয়েল রানা।

তিনি জানান, শুক্রবার বেলা ১টার দিকে পর্যটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে একটি কাঠের ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। ট্রলারটি নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষংদ্বীপ এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়। ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে ট্রলারটি মিয়ানমারের সীমানার দিকে ভেসে যাচ্ছিল।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে বিকেলে দ্বীপে নিয়ে যায়। যাত্রীরা আতংকিত থাকলেও সবাই সুস্থ রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, নির্বিঘ্নে সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আসা হয়েছে।


শর্টলিংকঃ