Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বেনাপোল সীমান্তে পাচারকালে ৫০ কেজি চন্দনকাঠ উদ্ধার


বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধারকৃত চন্দন কাঠ। 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধভাবে পাচারের সময় ৫ লাখ টাকা সমমূল্যের ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা সাদিপুর সীমান্ত থেকে এ চন্দন কাঠ উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেওয়ায় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়ার জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে। আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।


Exit mobile version