Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বে-রসিক পুলিশ!


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় প্রেমিক যুগল বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে। তবে প্রেমিকার বাবা বাদী হয়ে আটককৃত প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় পুঠিয়া-তাহেরপুর সড়কের পাশে নির্মাণাধিন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ধোপাপাড়া গ্রামের তুফান আলীর কলেজ পড়ুয়া ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের (১৮) এর সাথে গোবিন্দনগর গ্রামের জনৈক ব্যাক্তির সদ্য এসএসসি পাশ করা মেয়ের (১৭) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারের লোকজন মেনে না নেয়ায় গতকাল সন্ধ্যায় তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। পথে নির্মাণাধিন পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের গতিরোধ করে।

পরে পুলিশ খবর পেয়ে তাদের দু’জনকে আটক করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় তারা দু’জন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মেয়েটির বাবা বাদী হয়ে আটককৃত আব্দুল্লাহ বিন জুবায়ের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯ তারিখ-১৪/০৭/২০২০ ইং। পুলিশ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।


Exit mobile version