বৈশাখী টিভির দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে আরইউজের


নিজস্ব প্রতিবেদক:

বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) সাইফুল ইসলাম এবং নিজস্ব প্রতিবেদক কাজী ফরিদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

আরইউজে’র গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ দুই সংযোজন
আরইউজে’র গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ দুই সংযোজন

শুক্রবার দুপুরে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের হুমকি স্বাধীন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের মাঝে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রেও চরম প্রতিবন্ধকতা। গণতান্ত্রিক সমাজে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য সাইফুল ইসলাম এবং কাজী ফরিদকে চিঠির খামে কাফনের কাপড়ের টুকরো পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।


শর্টলিংকঃ