বৈষম্য কমাতে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের দাবি


নিজস্ব প্রতিবেদক :
আঞ্চলিক বরাদ্দ বৈষম্য কমাতে চাই জনঅংশগ্রহণ মূলক বাজেট প্রণয়ন। জনঅংশগ্রহণমূলক প্রক্রিয়াতে বাজেট প্রণীত না হওয়াতে অনেক সময় উন্নয়ন কার্যক্রম যায় জনস্বার্থের বিরুদ্ধে।  তাই দেশে উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি বেড়েছে মানুষের মধ্যে অর্থনৈতক বৈষম্য। এ থেকে বেরিয়ে আসতে সবার আগে প্রয়োজন জন অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা।

রাজশাহীতে প্রাক বাজেট মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাজশাহী জেলা কমিটি এই সভার আয়োজন করে।

আয়োজিত সভায় সভাপতি ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব ফয়েজুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন- রাজশাহী জেলা পরিষদ সদস্য জয়জয়ন্তী সরকার, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি মোমিনুল ইসলাম, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, নারীনেত্রী ফাতেমা সরকার, তাহেরা খাতুন, মুক্তিযোদ্ধা মিনহাজুল ইসলাম মিন্টু, কলাম লেখক জিয়াউদ্দিন ও উন্নয়নকর্মী হাসিবুল হাসান।


শর্টলিংকঃ