ব্যাংক ডাকাতির টাকা ‘বড়দিনের উপহার’ হিসেবে বিলিয়ে দিলেন বৃদ্ধ


ইউএনভি ডেস্ক:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব বড়দিনের ঠিক দুদিন আগে অভিনব পন্থায় শুভেচ্ছা জানানোর খেয়াল হলো এক শেতাঙ্গ বৃদ্ধের। সাদা দাড়ির ওই শ্বেতাঙ্গ গত সোমবার একটি ব্যাংক লুট করে সে অর্থ বাতাসে উড়িয়ে দিয়ে পথচারীদের ‘মেরি ক্রিসমাস’ বা বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। খবর বিবিসির।

ব্যাংক ডাকাতির টাকা ‘বড়দিনের উপহার’ হিসেবে বিলিয়ে দিলেন বৃদ্ধ

ঘটনাটি ঘটেছিল গত সোমবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি। তারা ডেভিড ওয়েইন অলিভার (৬৫) নামে ওই বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, মধ্যাহ্নভোজের বিরতির সময় এক শ্বেতাঙ্গ স্থানীয় একাডেমি ব্যাংকে ডাকাতি করেন।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অর্থ ছিটানোর পর অভিযুক্ত ডেভিড কাছেই একটি কফিশপের সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর দোকানটির সামনে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার অপেক্ষা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে আটক করে।

তবে ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি বলেই জানা গেছে। কেননা পথচারীরা রাস্তা থেকে সব অর্থ কুড়িয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে দিয়ে আসেন।


শর্টলিংকঃ