ব্রাজিলে করোনায় উদ্বেগজনক হারে মারা যাচ্ছে আদিবাসীরা


ইউএনভি ডেস্ক:

ব্রাজিলে করোনাভাইরাসে উদ্বেগজনক হারে মারা যাচ্ছে দেশটির আদিবাসীরা। তাদের এলাকাগুলোতে হাসপাতাল ও অন্যান্য মৌলিক অবকাঠামোর অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ব্রাজিলে আদিবাসীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ও এতে তাদের প্রাণহানির বিষয়ে পর্যবেক্ষণ করে থাকে অ্যাডভোকেসি গ্রুপ আর্টিকুলেশন অব ইনডিজেনাস পিপলস অব ব্রাজিল (এপিআইবি)। সংস্থাটি জানিয়েছে, দেশটির অন্যান্য স্থানের তুলনায় আদিবাসী এলাকাগুলোতে করোনায় মৃত্যুর হার দ্বিগুণ।

এপিআইবি জানিয়েছে, তারা ৯৮০-এরও বেশি করোনা শনাক্তের খবর নথিবদ্ধ করেছে। এর মধ্যে অন্তত ১২৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, আদিবাসীদের মধ্যে করোনায় মৃতের হার ১২ দশমিক ৬ শতাংশ। অথচ জাতীয় পর্যায়ে এ হার ৬ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৩৯৮। এর মধ্যে ২২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে।


শর্টলিংকঃ