Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বড়াল রক্ষায় স্লুইসগেট ভেঙে দেয়ার দাবি


নিজস্ব প্রতিবেদক, নাটোর:

বড়াল নদী পুনরুদ্ধারে করণীয়  ঠিক করতে নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বড়াল মিলনায়তনে এই মত বিনিময় সভায় নদী পাড়ের বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এতে প্রধান আলোচক ছিলেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান। বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাদি।

বক্তারা বলেন, বড়াল নদী পুনরুদ্ধার করতে হলে চারঘাটের এবং রামাগাড়ীর স্লুইসগেট ভেঙ্গে ফেলতে হবে। বড়াল নদী সচল না থাকায় চলনবিলসহ তিনটি জেলার খালবিল পানি শূন্য হয়ে পড়েছে। দ্রুত নদীতে পানি প্রবাহ নিশ্চিত করা না গেলে এলাকা মরুভূমি হয়ে যাবে । ইতোমধ্যে এসব এলাকার পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিচ্ছে। তাই বড়ালকে পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


Exit mobile version