Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভরা গ্যালারিতে ভিয়েতনামে ফুটবল লিগ শুরু


ইউএনভি ডেস্ক:
করোনাভাইরাসকে জয় করে গ্যালারি ভর্তি সমর্থক নিয়েই মাঠে ফিরেছে ভিয়েতনামের সর্বোচ্চ পেশাদার ফুটবল টুর্নামেন্ট ‘ভি লিগ’। মাঠে বসে খেলা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা।

ভিয়েতনামে জাতীয় ফুটবল লিগে কোনো রকম বিধি-নিষেধ ছাড়াই ভরা গ্যালারিতে শুরু হয় ফুটবল ম্যাচ। দর্শকের উপস্থিতিতে স্বাগতিক দল নাম ফেইল ২-১ গোলে হেরে যায় ভিডেলের কাছে।গত মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল ভিয়েতনামের ফুটবল লিগ। লকডাউনের পর শুক্রবার শুরু হয় ভি লিগ-১।

প্রথম দিনেই স্টেডিয়ামে দেখা যায় হাজার হাজার সমর্থকদের।সামাজিক দূরত্বের বালাই ছিল না কারো মধ্যে। কাঁধে কাঁধ ঠেকিয়ে সবাই বসেছিলেন দর্শকাসনে। অল্প কিছু মানুষের মুখে ছিল মাস্ক। মাঠে ঢোকার সময় দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামকর্মীরা।

থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল। তবে ভাইরাস নিয়ে বিন্দুমাত্র আতঙ্ক ছিল না কারো মধ্যে। নাম দেইন স্টেডিয়ামের ৩০ হাজার দর্শকাসন কার্যত কানায় কানায় পূর্ণ ছিল প্রথম দিনেই।ভিয়েতনামে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র ৩২৮। দেশটিতে কেউ মারা যাননি ভাইরাসে আক্রান্ত হয়ে।


Exit mobile version