Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোসহ চার দফা দাবিতে রাবি ছাত্রলীগের স্মারকলিপি


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোসহ চার দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।

তাদের অন্য দাবিগুলো হলো- প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করা ও নতুন বিভাগ খোলা।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসনে সজীব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রচার সম্পাদক কামরুল হাসান ও দপ্তর সম্পাদক আবুল বাশারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Exit mobile version