ভাইরাল হওয়া সেই ট্যাটু বাদশা গ্রেফতার


ইউএনভি ডেস্ক:

ইন্টারনেটে অশ্লীল ভিডিও প্রকাশ করার দায়ে তরিকুল ইসলাম বাদশাহ ওরফে ট্যাটু বাদশাহকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তার মোবাইল ফোন ও ফেসবুক আইডি এবং পেইজ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম।

তিনি জানান, ট্যাটু বাদশাহর একটি ভিডিওতে এক নারীর অর্ধনগ্ন শরীরে ম্যাসেজ করা হয় এবং ট্যাটু আঁকা হয়। এছাড়া ভিডিওটিতে বাংলায় কুরুচিপূর্ণ কথা বলা হয়। এটি পরে ভাইরাল হয়। এছাড়া সে তার নিজস্ব ‘Tattoo Studio New market’ নামক ফেসবুক পেজ থেকে অশ্লীল ভিডিও বানিয়ে প্রকাশ করে। এটিও ব্যাপক ভাইরাল হয়।

নাজমুল ইসলাম বলেন, অনেকেই এই ভিডিওর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়ে মন্তব্য করেন। পরে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। ভিডিওটিতে থাকা মেয়েটিও এই মামলার অন্যতম আসামি; পুলিশ তাকেও খুঁজছে।


শর্টলিংকঃ