Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভাঙ্গুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু


ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় মঞ্জুর কাদির বাবু (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের অফিস সহকারী কাম জুনিয়র শিক্ষক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তার উপসর্গ দেখে সন্দেহ হয় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এজন্য মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, প্রচন্ড শ্বাস কষ্ট,কাশি ও অস্থিরতা নিয়ে সোমবার তিনি ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এর আগে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক দ্বারা ব্যবস্থাপত্র লিখে নেন। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে তার মৃত্যু হয়।

মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম জানান,গত শনিবার শরৎনগর পশুর হাটে মঞ্জুর কাদির কুরবানির গরু কেনতে যান। তার পর থেকে তিনি জ্বর,কাশি ও শ্বাস কষ্ট অনুভব করেন। এদিকে তার অকাল মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে মঞ্জুর কাদিরকে নৌবাড়িয়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।


Exit mobile version