ভাঙ্গুড়ায় কোরবানির মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২


মানিক হোসেন, ভাঙ্গুড়া(পাবনা) :

পাবনার ভাঙ্গুড়ায় কোরবানির মাংস সমাজে বিতরণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের পৃথক পৃথক সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আলী (৮২)কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের মন্ডুমালা গ্রামে এঘটনা ঘটে।


জানা গেছে, গত সোমবার ঈদ-উল-আযহার নামাজ শেষে সন্ধ্যায় মন্ডুমালা গ্রামে কুরবানির মাংস নিয়ে গ্রাম্য মসজিদে হাজির হন আবু বক্কার ও একই গ্রামের ওসমান গণি। এসময় ওই মাংস সমাজের মধ্যে বিতরণ করাকে কেন্দ্র করে দু গ্রুপের মাঝে বাকবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নিলে বেশ কয়েকজন আহত হয়। এ নিয়ে আজ মঙ্গলবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ১২জন আহত হন।


আহতরা হলেন বকুল হোসেন(৪০),আব্বাস আলী (৪০), ওসমান গণি (৪৫), মুনছুর আলী (৪৫), সের আলী (২৯), মুনজুর ইসলাম (৩০), আঃ রফিক (২৬) , মোহাম্মদ আলী (৩৫), আরফান আলী (৪৮), মাহমুদুল হাসান (২৯) ও সজিব হোসেন (২৩) কে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি তদন্ত) মোঃ নাজমুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের কেউ মামলা দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।


শর্টলিংকঃ