Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভাঙ্গুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ


মানিক হোসেন, ভাঙ্গুড়া(পাবনা):

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ দুগ্ধ খামারিদের মাঝে ২৭ মেট্রিক টন গো-খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ভাঙ্গুড়া ব্র্যাক ডেইরি সিলিং সেন্টারে ব্র্যাকের জেলা প্রতিনিধি আলমাছুর রহমানের সভাপতিত্বে এ গো-খাদ্য বিতরণ করেন ভাঙ্গুড়া পৌরসভার মেযর গোলাম হাসনাইন রাসেল।


এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা, ব্য্রাকের ন্যাশনাল সেল্স ম্যানেজার ডাঃ শওকত আলী, রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমান, ভাঙ্গুড়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিল্ক কালেকশন এন্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার নুর-এ-আলম জানান, উপজেলার ৪২০ জন খামারিকে তাদের গবাদি পশুর খাদ্য হিসেবে প্রত্যেককে দশদিনের ক্যাটল ফিড বিনা মুল্যে প্রদান করা হয়েছে।


Exit mobile version