ভাঙ্গুড়ায় বিএম কলেজের মাটি দিয়ে অধ্যক্ষের জায়গা ভরাট!


ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নামীও সম্পত্তির মাটি কেটে গর্ত করে নিজের জায়গা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুত কয়েকজন শ্রমিক দিয়ে এ মাটি তার নিজের পোল্ট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করছেন। এ ঘটনায় এলাকাবাসিদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

মাটি কাটার সময় শ্রমিক সর্দার গোলাম মওলা বলেন, কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুতের নির্দেশে এখান থেকে মাটি কেটে তার নিজস্ব জায়গায় দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি বলেন, জীবনে এই প্রথম দেখলাম এবং শুনলাম অধ্যক্ষ কলেজের জায়গা থেকে মাটি কেটে তার নিজের জায়গা ভরাট করছে, এখন দেখছি “রক্ষকই ভক্ষক”। নাম না প্রকাশের শর্তে বেশ কয়েকজন বলেন, অধ্যক্ষ অবৈধ ক্ষমতার দাপটে এমনটা তিনি করেছেন।


মাটি কাটার বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত বলেন, আমি আমার জমি থেকে মাটি কাটছি।

এ ব্যাপারে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নায়েব সাহেবকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়তে পারেন বীর বিক্রম আবদুল খালেক এর বুক ভেদ করে গিয়েছিল গুলি


শর্টলিংকঃ