ভাঙ্গুড়ায় রোভার স্কাউটসের রেল যাত্রীসেবা ও তথ্যকেন্দ্র উদ্ধোধন


মানিক হোসেন, ভাঙ্গুড়া(পাবনা):

ঈদুল আযহাকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রীজ প্লাটফর্মে ২৪ ঘণ্টা রেল যাত্রীসেবা এবং তথ্যকেন্দ্র উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী মুক্ত রোভার স্কাউটস্ গ্রুপের উদ্যোগে এ তথ্যকেন্দ্রটি উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

এ সময় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল আন্ড কলেজের ইন্সট্রাক্টর আলী আকবার মিয়া রাজু, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, লেখক ও সাংবাদিক সংগঠক শফিক আল কালাম, উপজেলা রোভার স্কাউটস্ গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হেদায়েতুল্লা হক, সহ-সভাপতি সাইফ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করিম ছাচ্ছু, কোষাদক্ষ প্রভাষক গিয়াস উদ্দিন, বিএম ছানা উল্লাহ, আবুল ফাহাদ, জাহিদ হাসান, জুবায়ের হোসেন, মনির ও গোলাম নবী প্রমুখ।

উদ্ধোধনকালে আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, ঈদে ঘরমুখী সাধারণ মানুষকে রেল সেবা দেওয়ার জন্যই স্টেশনে এই তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।


শর্টলিংকঃ