Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভারতকে ভালোবাসে আমেরিকা: ট্রাম্পের টুইট


ইউএনভি ডেস্ক:

শনিবার ছিল যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস। এই দিনে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে টুইটারে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণ পরই ‘বন্ধু’ মোদিকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি আমেরিকার ভালোবাসার কথা প্রকাশ করেন।

১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশদের শাসনমুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল যুক্তরাষ্ট্র। এই দিনটি যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই উপলক্ষে শনিবার মোদি টুইট করেন, ‘যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবসে আমি ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে আমরা স্বাধীনতা ও মানবতা উদযাপন করি।’

মোদির শুভেচ্ছা বার্তার জবাবে ট্রাম্প লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ আমার বন্ধু। আমেরিকা ভারতকে ভালোবাসে!’ বিশ্বের দুই পরাশক্তি দেশের নেতাদের মধ্যে বেশ সাবলীল ও নিবিড় সম্পর্ক রয়েছে, একে অন্যকে ‘বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন কয়েকবার।

স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে গিয়েছিলেন ট্রাম্প। শনিবারও হোয়াইট হাউজে ভাষণ দেন তিনি।


Exit mobile version