ভারতের অনুরোধে নতুন পদক্ষেপ নিল আইসিসি


ইউএনভি ডেস্ক:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুরোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিসিআইয়ের এক চিঠির জবাবে বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্দি বলেছেন, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ চলার সময় ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা চলছে। নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা আমরা নেব।

গত ৬ জুলাই ইংল্যান্ডের হ্যাডিংলিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন সময়ে ‘কাশ্মীরের জন্য ন্যায়বিচার’ স্লোগান নিয়ে উড়ে গিয়েছিল একটি উড়োজাহাজ।বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে আইসিসির কাছে আবেদন জানিয়েছিল ভারত।

বিসিসিআইয়ের সেই চিঠির জবাবে আইসিসি নিশ্চয়তা দিয়েছে, সেমিফাইনালে যেন এমন পরিস্থিতির উদ্রেক না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইসিসি।


শর্টলিংকঃ