ভারতের ওপেনিং জুটি ভাঙলেন অভিষেক


ইউএনভি ডেস্ক:

টস জিতে বল করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত শুরু করেছে। শুরুর দুই বোলার শরিফুল ইসলাম এবং তানজিম সাকিব চাপে ফেলে দেয় ভারতকে। রান তুলতে ধুঁকছিল ভারতের দুই ওপেনার জয়সালওয়াল ও দিপায়ন সাক্সেনা। তাদের জুটি ভেঙেছেন ফাইনাল ম্যাচে দলে ফেরা অভিষেক দাস।

ভারতের ওপেনিং জুটি ভাঙলেন অভিষেক

ভারত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে ব্যাট করছে। সেমিফাইনালে সেঞ্চুরি করা ওপেনার জয়সাওয়াল ৩৭ বলে ১৪ রান করে ক্রিজে আছেন। অন্য ওপেনার সাক্সেনা ফিরেছেন ১৭ বলে ২ রান করে। তিনে ব্যাট করতে নেমেছেন তিলক ভার্মা।

সকালের উইকেটের আদ্রতার সুবিধা নিতে শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন যুবা অধিনায়ক আকবার আলী। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরিফুল-সাকিবরা।

ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাস ঢুকেছেন একাদশে। তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে খেলছে।

বাংলাদেশ যুব একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, অভিষেক দাস, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ তামিম।

ভারত যুব একাদশ: জ্বসবী জয়সাওয়াল, দিপায়ন সাক্সেনা, তিলক ভার্মা, দারুভ জুরেল, প্রায়াম গার্গ, সিদ্বেশ বির, আর্থাবা অঙ্কলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি, আকাশ সিং।

আরো পড়তে পারেন:অনুমোদন ছাড়াই চলছে শাহ মখদুম মেডিকেল কলেজ


শর্টলিংকঃ