ভারতের জন্য কঠিন সিরিজ, ম্যাচ জিতবে বাংলাদেশ : লক্ষ্মণ


দেশের ক্রিকেটে ঘটে গেল কত কাণ্ড। কিন্তু সময় তো আর থেমে থাকে না। সাকিব-তামিমকে ছাড়াই এবার ভারতের মতো শক্তিশালী দলকে তাদের মাঠে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ নভেম্বর থেকে।

সিরিজের প্রথম ম্যাচ দিল্লিতে। পরের দুটি ৭ আর ১০ নভেম্বর রাজকোট ও নাগপুরে। তিন ম্যাচের এই সিরিজে ফেবারিট কারা? চোখ বন্ধ করেই বলে দেয়া যায় ভারতের নামটি। ঘরের মাঠে খেলা, শক্তিতেও যোজন যোজন এগিয়ে স্বাগতিকরা।

অপরদিকে বাংলাদেশ নিয়ে গেছে ক্ষয়িষ্ণু শক্তির এক দল। আদৌ টাইগাররা লড়াই করতে পারবে কি না, সন্দিহান খোদ স্বদেশি ক্রিকেট ভক্তরা। তবে ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ মনে করছেন, এই সিরিজে বাংলাদেশ জয়ের মুখ দেখতে পারে। তবে সিরিজটা জিতে নেবে ভারতই।

বাংলাদেশের এই দলটিকে শক্তিশালী আখ্যা দিয়ে লক্ষ্মণ বলেন, ‘এটা স্বাগতিক দলের জন্য কঠিন এক সিরিজ হবে। কারণ বাংলাদেশ শক্তিশালী এক দল নিয়ে এসেছে। তবে আমি মনে করি, এই সিরিজটা ভারত ২-১ ব্যবধানে জিতবে।’

ভারতের ব্যাটিং শক্তিকেই বড় পার্থক্য মনে করছেন লক্ষ্মণ। সাবেক এই ক্রিকেটারের ভাষায়, ‘এই মুহূর্তে রোহিত আর লোকেশ রাহুল যে ফর্মে আছে। তার সঙ্গে ধাওয়ানকেও ছন্দে মনে হচ্ছে। সিরিজ জেতার ক্ষেত্রে আমি ভারতের ব্যাটিং শক্তিকেই এগিয়ে রাখব।’

ভারতের মাটিতে কখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এই সিরিজে সেটা হতে পারে, মনে করছেন লক্ষ্মণ। বাংলাদেশের ব্যাটিং গভীরতার প্রশংসা করে তিনি বলেন, ‘এটা ভারতকে তাদের ঘরের মাঠে হারানোর সেরা সুযোগ বাংলাদেশের। কারণ তাদের ব্যাটিং লাইন আপে গভীরতা আছে।’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। যেখানে টানা দুই মৌসুম খেলেছেন মোস্তাফিজুর রহমান। তাই বাংলাদেশি এই পেসারের সম্পর্কে ভালোই ধারণা আছে লক্ষ্মণের। তিনি মনে করছেন, বোলিং আক্রমণে কাটার মাস্টারের ওপরই আসল দায়িত্বটা থাকবে।

লক্ষ্ণণ বলেন, ‘তাদের বোলিং ডিপার্টমেন্টে আসল চাপটা থাকবে মোস্তাফিজুরের ওপর। কারণ দলের স্পিন আক্রমণের চেয়ে পেস বোলিংকে অনভিজ্ঞ মনে হচ্ছে। নতুন বলে শুরুতেই উইকেট নেয়ার আসল কাজটা করতে হবে মোস্তাফিজকে। যেহেতু বিরাট (কোহলি) নেই, তাই ভারতের মিডল অর্ডারকে কিছুটা অনভিজ্ঞই মনে হচ্ছে।’


শর্টলিংকঃ