Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভারতে আক্রান্ত ৮৭৩, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৯


ইউএনভি ডেস্ক:

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে বটে, কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত মোট ৮৭৩ জন সংক্রমিত হয়েছেন। তবে ভাবনার বিষয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।

নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ৭৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত হয়েছেন। তার পরেই রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত ১৪৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয়। রয়েছেন ৪৭ জন বিদেশিও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


Exit mobile version