Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভারতে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত


ইউএনভি ডেস্ক:

বিশ্বব্যাপী থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। এরই মধ্যে আমেরিকা এবং ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সকে মৃত্যুপুরীতে পরিণত করেছে এই ভাইরাস।

প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল পড়েছে ভারতেও। দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও এদিনই ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে, তারা করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সমর্থ্য হয়েছেন।

দ্য হিন্দু জানায়, শুক্রবার দেশটিতে রেকর্ড ১ হাজার ৭৫২ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ।
শনিবার সকাল নাগাদ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৯৪ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৭৮১ জন। আক্রান্তদের ২০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় চেন্নাই, হায়দারাবাদ, আহমেদাবাদ এবং সুরাটের অবস্থা ‘খুবই মারাত্মক’।সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সময়মতো লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় করোনার বিস্তারের লাগাম টেনে ধরা গেছে। অন্যথায় বর্তমানে দেশটিতে এক লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হতে পারত।


Exit mobile version