Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভারতে নির্বাচন: সোনমসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

ভারতের মোহদীপুর এলাকায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে মঙ্গলবার (২৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি নির্বাচনের কারণে ভারতের মোহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

ফলে আজ এই বন্দর দিয়ে পণ্য বোঝাই কোনো ট্রাক ভারত থেকে প্রবেশ করেনি এবং সোনামসজিদ বন্দর থেকে কোনো পণ্য রফতানিও হয়নি।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মেসবাহ জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে পণ্যবোঝাই ট্রাক, স্বাভাবিক রয়েছে লোড-আনলোড
কার্যক্রম। আর ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


Exit mobile version