Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে) আগামীকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও এদিন সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

প্রক্টর বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণরোধে ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা গেটের নিরাপত্তা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন ক্যাম্পাসে সকল প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চায়ের দোকান, ফুল, পিঠাসহ কোনো ধরনের দোকান দেওয়া যাবে না।’

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। শিক্ষার্থীরা চাইলে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।’


Exit mobile version