ভিভোর ৬ জিবি র‍্যামের স্মার্টফোন, প্রি অর্ডার চলছে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

দেশের বাজারে নতুন স্মার্টফোন ভি১৫ নিয়ে এল চীনা মোবাইল কোম্পানি ভিভো। সম্প্রতি বাজারে আসা ভিভো ভি১৫ প্রো স্মার্টফোনটির নতুন সংস্করণ ভি১৫। বর্তমানে ফোনটির আগাম ফরমাশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ২৬ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটির ঘোষণা দেয় ভিভো বাংলাদেশ। ভি১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম, ৩২ মেগাপিক্সেলের (এমপি) পপআপ সেলফি ক্যামেরা, দ্রুত রিচার্জযোগ্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘উদ্ভাবনই আমাদের শক্তি। সব স্তরের গ্রাহকের হাতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ভি১৫ এক অনন্য উদাহরণ। ভি১৫ ফোনটিতে রয়েছে ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ এবং ৬৪ জিবি স্টোরেজ। এতে সর্বশেষ সংস্করণ ফানটাচ ওএস ৯, যা অ্যান্ড্রয়েডের সংস্করণ ৯ সংবলিত। ফলে মোবাইল ফোনে একসঙ্গে অনেকগুলো কাজ সম্পাদন করা যাবে। এতে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

৬ দশমিক ৫৩ ইঞ্চির আলট্রা ফুলভিউ ডিসপ্লেবিশিষ্ট হ্যান্ডসেটটি টপেজ ব্লু (নীল) এবং গ্ল্যামার রেড (লাল) রঙে বাজারে আসবে। ফোনের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্যযুক্ত তিনটি ক্যামেরা যথাক্রমে ২৪, ৮ ও ৫ মেগাপিক্সেলের। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর দাম ২৯ হাজার ৯৯০ টাকা।

কিনতে পারেন এখান থেকে… কিনুন এখানে

বিস্তারিত জানতে পারেন এখানে… বিস্তারিত জানুন


শর্টলিংকঃ