- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

ভূয়া বিজ্ঞাপনে প্রতারণায় লাইফ কেয়ারকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক : 

চটকদারী ভূয়া বিজ্ঞাপন প্রচার করে প্রতারণার অভিযোগে রাজশাহীতে লাইফ কেয়ার মেডিকোকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার নগরীর  ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি জানান, ঘোষ পাড়া মোড়ে লাইফ কেয়ার মেডিকো কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪ ও ধারা ৫১ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও সাহেব বাজারের রাজন মাংসের দোকানকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় দুই হাজার টাকা এবং পুষ্টি কনফেকশনারিকে মোড়কজাত পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় দুই হাজার- টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।