ভোটকেন্দ্র থেকে মৌসুমি বললেন ‘আজ ঈদ’


সকাল ৯টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। শুরু থেকে ভোটকেন্দ্রে উপস্থিতি মৌসুমি। গোটা এফডিসি তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন।

এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমি। ভোটকেন্দ্রে তার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বাসিত হয়ে বলেন, পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।

এ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন মোসুমি এবং কষ্ট হলেও তার কাছে আনন্দ লাগছে বলে জানান। মৌসুমি বলেন, কষ্ট হয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনে মনে হচ্ছে আজ ঈদ। ৩০ দিন রোজা রাখার পর ঈদ পালন করছি। এই আনন্দ আরও বাড়বে যদি বিজয় আমার পক্ষে আসে।

এই নির্বাচন ঘিরে এফডিসি নিরাপত্তার চাদরে ঢেকেছে শতাধিক পুলিশ ও র‍্যাব। নিরাপত্তার বিষয়ে মৌসুমি বলেন, নিয়মতান্ত্রিকভাবে নিরাপত্তা বিরাজ করছে। যার ফলে এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে। শেষ পর্যন্ত যেন এমন অবস্থা থাকে।


শর্টলিংকঃ