Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ভয়াবহ বন্যার কবলে আসাম : ১২৭ গ্রাম প্লাবিত


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাস সংকটের মধ্যে ভারতের আসাম রাজ্যের ১২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাজ্যের ৩০ হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। তবে বন্যায় সবচেয়ে বেহাল গোয়ালপাড়া। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এই সংবাদমাধ্যটি জানায়, ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কায় শুরু হওয়া প্রবল বর্ষণে রাজ্যের পাঁচ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, ডারাং ও গোয়ালপাড়ায় ৩০ হাজারের বেশি মানুষ বিধ্বস্ত। ১২৭টি গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে ৫৭৯ হেক্টর ফসলি জমি।

বন্যায় সবচেয়ে করুণ অবস্থা গোয়ালপাড়ার। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। জেলায় ৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে ৮ হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।

আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার জানিয়েছেন, করোনা সংকটের মধ্যে এই ভয়াবহ বন্যার কবলের সময় বাইরে আটকা ব্যক্তিদের উচিত ১০ জুনের মধ্যে রাজ্যে ফিরে আসা। তাহলে রাজ্য বন্যা মোকাবেলায় ফোকাস করতে পারবে।

এদিকে গতকাল সোমবার আসাম রাজ্যে একদিনের হিসেবে রেকর্ড সংখ্যক ১৫৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৮। তাদের মধ্যে ৬২ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত ৪।

আরও পড়তে পারেন  হাইড্রক্সিক্লোরোকুইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা না


Exit mobile version