- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

মক্কা ও মদীনা বাদে সৌদির সব মসজিদে নামাজ স্থগিত

মক্কা ও মদীনা বাদে সৌদির সব মসজিদে নামাজ স্থগিত

ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত করেছে দেশটি।

মঙ্গলবার সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। খবর আরব নিউজেরএখন মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নবাবীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।

শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের নামাজের জামাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। তবে নামাজ স্থগিত থাকলেও সব মসজিদে আজান দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত ৭ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।