Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মদপানে রাবির দুই ছাত্রসহ বিদেশি প্রকৌশলীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

বিষাক্ত মদপানের পৃথক ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্র ও রূপপুর পারমানবিক কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই রাশিয়ান প্রকৌশলী । রোববার (০৭ এপ্রিল) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাফিস রহমান।


রাবির সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির জানান,  শনিবার (০৬ এপ্রিল) রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়লে দুই ছাত্রকে রাজাশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এরা হলো- আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কুষ্টিয়ার দৌলতপুর থানার কবির আলম খানের ছেলে মুহতাসিম রাফিত খান  এবং অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও নীলফামারীর ডোমারের ছোট রাউতরা গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে তুর্য রায়।

এদের মধ্যে মুহতাসিম নগরীর সালসাবিল  ও তুর্য সাইদ টাওয়ার নামে দুটি ছাত্রাবাসে থাকতেন । তাদের সাথে রুয়েটের রকি নামে এক ছাত্রও মদপান করেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, বিষাক্ত মদপানে করে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত রাশিয়ান প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। একই ঘটনায় অসুস্থ আরো দুই প্রকৌশলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাও রাশিয়ার নাগরিক।

হাসপাতালে চিকিৎসাধীন দুই প্রকৌশলী

মদপানের পর তিন প্রকৌশলী অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুরে তাদেরকে পাবনা জেলা সদর হাসপাতালে নেয়া হয়।  তবে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দিমিত্রি মারা যান। বাকি দুজন এখনো নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন।

এবিষয়ে রাজশাহী মহাগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম জানান,  রাবির দুই শিক্ষার্থীর মৃত্যুর মদপান নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া, রাশিয়ান নাগরিকের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে, তারা এলকোহল সেবন করেছিলেন।


Exit mobile version