মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিরাপত্তায় ইসরাইলের আয়রন ডোম


ইউএনভি ডেস্ক:

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলের কর্মকর্তা রোববার দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, তারা আশা করছেন খুব শিগগিরই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। খবর হারেৎজের।

তবে কোন কোন দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে তা প্রকাশ করেনি ইসরাইল।

আমেরিকার সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরাইল যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়।

ইসরাইলের ওই নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে।


শর্টলিংকঃ