Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মশা নিধনে ফগার নিয়ে মাঠে রাজশাহীর এসপি


নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু প্রতিরোধে এবার রাজশাহীতে মাঠে নেমেছেন পুলিশ সদস্যরাও।মঙ্গলবার পুঠিয়ার বানেশ্বরে  পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় তিনি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমেরও উদ্বোধন করেন।

রাজশাহীর বানেশ্বর বাজারে দেশব্যাপী বিরাজমান ডেঙ্গু রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে পুঠিয়ার বানেশ্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও  শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)।

জনসচেতনতামূলক এই শোভাযাত্রায় পুলিশ সদস্যগণের সাথে আরও অংশ গ্রহণ করেন জেলারে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদলি হাসান, বানেশ্বর বাজার বণিক সমিতি, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বানেশ্বর ও নাদের আলী স্কুল এন্ড কলেজ, বানেশ্বর, পুঠিয়া এর ছাত্র-ছাত্রী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি চেয়ারম্যান সুলতান আলী, বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি ওসমান আলী  ও জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান।

পরে বানেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  শেষে বানেশ্বর বাজারের বিভিন্নস্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানো হয়।


Exit mobile version