মহানগরীর ৪৬টি কালভার্টের কাদামাটি উত্তোলনের কাজ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: 

মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীর অর্ন্তগত দক্ষিণ থেকে উত্তরমুখী কালভার্ট ও ড্রেন সমূহের কাদামাটি উত্তোলন কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার দুুপুরে সকালে নগরীর বন্ধগেট এলাকায় এ কাজের উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনের পর কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন তিনি।

মহানগরীর ৪৬টি কালভার্টের কাদামাটি উত্তোলনের কাজ উদ্বোধন
মহানগরীর ৪৬টি কালভার্টের কাদামাটি উত্তোলনের কাজ উদ্বোধন

এ সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং তাসনীম আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন জানান, মহানগরীর দক্ষিণ থেকে উত্তরমুখী ৪৬টি কালভার্ট এবং বিভিন্ন ড্রেনের কাদামাটি উত্তোলন কাজের উদ্বোধন করা হয়েছে। ৯০ দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। বর্ষা মৌসুমের আগে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে কালভার্ট ও ড্রেনে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, নগরীতে জলাবদ্ধতা হবে না এবং মশার বংশ বিস্তার রোধ হবে।

উল্লেখ্য, যে কালভার্টগুলোর কাদামাঠি উত্তোলন করা হবে, সেগুলো হচ্ছে রাজশাহী মহানগরীর অন্তর্গত দক্ষিণ হতে উত্তরমুখী কালভার্টের মধ্যে রয়েছে গৌরহাঙ্গা গোরস্থান কালভার্ট, শুভ পেট্রোল পাম্প কালভার্ট, বোষপাড়া পুলিশ ফাড়ীর কালভার্ট, তালাইমারী কালভার্ট, কাজলা অক্ট্রয় মোড়ের কালভার্ট, সাহেব বাজার ও গণকপাড়ার কালভার্ট, মাদ্রাসা হাই স্কুলের সামনে আন্ডারগ্রাউন্ড ড্রেন কালভার্ট, জেলা পরিষদের সামনের মেইন ড্রেনের কালভার্ট, যাদুঘর এর পিছনে মেইন ড্রেনে কালভার্ট, গোরস্থানের ভিতরের কালভার্ট, ১১ নং ওয়ার্ডে মেথরপাড়ার পুর্ব দিকের কালভার্ট, ষ্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সামনের কালভাট।

আমবাগান শরিফের চায়ের দোকানের নিকট কালভার্ট, বরেন্দ্র প্রকল্পের নিকট অগ্রনী ব্যাংকের পার্শ্বে কালভার্ট, উত্তরা ক্লিনিকের উত্তরে কালভার্ট, মেডিকেল বন্ধগেট এর সামনে কালভার্ট, বন্ধগেট রেলক্রসিং কালভার্ট, মেডিকেল ক্যাম্পাস ৪র্থ শ্রেণী কোয়াটার প্রাচীরের ধারে কালভার্ট, রেল ওয়ার্কসপ কালভার্ট, টিকাপাড়া গোরস্থান মেইন গেট কালভার্ট, টিকাপাড়া ঈদগাহ গেটের সামনের কালভার্ট, সাধুর মোড় অর্কিড ছাত্রাবাস কালভার্ট, আলীগঞ্জ মাদ্রাসা মোড়ের কালভার্ট, আপেল ডেকোরেটর এর সামনের কালভার্ট, আপেল ডেকোরেটর হতে উত্তরের মেইন কালভার্ট, রাজশাহী কলেজ মহিলা হোস্টেল এর প্রাচীরের পশ্চিম দিকের কালভার্ট, সদর হাসপাতাল মোড় যাদুঘর কালভার্ট, হোসনীগঞ্জ নিয়ন্ত্রণ এর কালভার্ট।

চারখুটার মোড় মসজিদের সামনের কালভার্ট, নগর ভবন গেটের সামনের কালভার্ট, বিলসিমলা মসজিদের সামনের কালভার্ট, উপশহর পশু হাসপাতালের উত্তর পশ্চিমের কালভার্ট, উপশহর সেন্ট্রাল হাসপাতালের কালভার্ট, মুন্নাফের মোড়ের কালভার্ট, বাদুড়তলা মেইন রাস্তার কালভার্ট, রানী নগর আহলে হাদীস মসজিদের নিকট কালভার্ট, মেডিকেল মেইন রাস্তার কালভার্ট, সাধুর মোড় প্রাইমারী স্কুলের নিকট আন্ডার গ্রাউন্ড কালভার্ট, ২৪ নং ওয়ার্ড কালু মিস্ত্রি মোড় আন্ডার গ্রাউন্ড কালভার্ট, রানী বাজার জনতা ব্যাংক টরে রাস্তার আন্ডার গ্রাউন্ড কালভার্ট, দড়ি খরবোনা রেল ক্রসিং কালভার্ট, ঘোষপাড়া মোড় কালভার্ট, লোকনাথ হাই স্কুল মার্কেটের সামনে আন্ডার গ্রাউন্ড কালভার্ট, ষষ্টিতলা মুখ ও বধির স্কুলের নিকটে কালভার্ট, ষষ্টিতলা জামে মসজিদের নিকট আন্ডার গ্রাউন্ড কালভার্ট, আবহাওয়া অফিসের নিকট পাশাপাশি ২টি কালভার্ট।


শর্টলিংকঃ