Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মহামারীর মাঝেই ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি!


ইউএনভি ডেস্ক:
একদিকে গোটা বিশ্ব লড়াই করছে মহামারীর সঙ্গে। আর এর মধ্যেই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল মানুষ। আমেরিকার মাটি থেকে উড়ল রকেট।

কয়েকদিন আগেই ফ্যালকন ৯ নামে ওই রকেটের মহাকাশ পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য সেই যাত্রা বাতিল হয়ে যায়। অবশেষে শনিবার মহাকাশে পাড়ি দিল এই রকেট। প্রথমবার কোনও বেসরকারি সংস্থার হাত ধরে রকেট উৎক্ষেপণ করল নাসা।

ইলন মাস্কের সংস্থা স্পেশ এক্স ওই রকেট তৈরি করেছে। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২২ মিনিটে উৎক্ষেপণ করা হয় ওই রকেট। এই প্রথম কোনও বেসরকারি সংস্থা মহাকাশে মানুষ পাঠানোর উদ্যোগ নিল।

তাই এই অভিযান রীতিমত ঐতিহাসিক।পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিল ওই রকেট। প্রায় এক দশক বাদে আমেরিকার মাটি থেকে মানুষ পাড়ি দিল মহাকাশে।

একদিকে আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজারেরও বেশি মানুষের। তার মধ্যে এই ঘটনা আমেরিকার জন্য এক ইতিবাচক খবর।

রবার্ট বেনলেন ও ডগলাস হারলে নামে দুই মহাকাশচারী এদিন ওই রকেটে পাড়ি দিয়েছেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা হয়েছে ওই রকেট।


Exit mobile version