মাছ মেলায় বাঘাইড়ের দাম ৭৫ হাজার


ইউএনভি ডেস্ক:

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরোনো চিরাচরিত মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে বসেছে মাছের মেলা।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের মাছ মেলায় দেখা গেছে নানা জাতের মাছ। মেলায় সবচেয়ে বড় মাছটি বাঘাইড়। যার ওজন ৭০ কেজি।

মাছ বিক্রেতা হাফিছ উদ্দিন বলেন, বাঘাইড়ের ওজন ৭০ কেজি। বিশালাকৃতির এ দাম রাখা হয়েছে ৭৫ হাজার টাকা। সামান্য কম পেলেও ছেড়ে দেয়া হবে। মাছ মেলাকে ঘিরে এটি বাগেরহাট থেকে এনেছি।

অন্য মাছ ব্যবসায়ী গণি মিয়া বলেন, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ বহু টাকার মাছ মেলা উপলক্ষে এনেছি। ভালো দাম পাওয়া নিয়ে টেনশনে আছি।

মেলা সংলগ্ন শান্তি ভান্ডার দোকানের ব্যবসায়ী রণধীর কুমার সেন জানান, ৭০ কেজি ওজনের বাঘাইড়টি এ বছর মেলার সবচেয়ে বড় মাছ।

মাছ কিনতে আসা মো. কাসেম জানান, মেলায় যেসব মাছ উঠেছে সব বড়লোক আর পয়সাওয়ালাদের জন্য। মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের এসব মাছ কেনা অসম্ভব। তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই!

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবার মেলায় মাছ কিছুটা কম উঠেছে বলে জানান তিনি।


শর্টলিংকঃ