মান্দায় ত্রাণের সাথে কোরআন বিতরণ


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় করোনায় কর্মহীন কয়েকটি মুসলিম পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা ও সাথে আল-কোরআন শরীফ বিতরণ করেছেন মান্দা উপজেলার তৌহিদ বাদল নামের এক যুবক। 

বুধবার (০৮ এপ্রিল) মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় বাদল তার এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।

এ সম্পর্কে তৌহিদ বাদল বলেন, আমার সীমিত সাধ্যের মধ্যে আমি কতিপয় পরিবারকে সহায়তা করার চেষ্টা করেছি, পাশাপাশি কর্মহীন গৃহবন্দী মুসলিম ভাই-বোনেরা যাতে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন বই পড়ে সময় কাটাতে পারেন সেজন্য “ত্রাণের সাথে আল-কোরআন; বাড়ীতে পড়ে সময় কাটান” শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছি।

এই মহামারী থেকে পরিত্রান পাবার জন্য প্রত্যেকের উচিত নিজ গৃহে অবস্থান করে নিজ নিজ ধর্মীয় উপসনা করাসহ বই পড়ে সময় কাটানো। এসময় তিনি সমাজের বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষদের সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন- মানুষকে সহযোগিতার জন্য খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না, ইচ্ছা শক্তিই যথেষ্ট।


শর্টলিংকঃ