Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মার্কিন বাজেটে রেকর্ড ৩.১ ট্রিলিয়ন ডলারে ঘাটতি


ইউএনভি ডেস্ক:

মার্কিন ফেডারেল বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে এবং তা ৩.১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে আমেরিকার অর্থবছর শেষ হয়েছে এবং বাজেট ঘাটতির পরিমাণ শতকরা ২১৮ ভাগ বেড়েছে। খবর আল জাজিরা ও ওয়াল স্ট্রিট জার্নালের।

মার্কিন সরকারি হিসাব থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে। এর আগের অর্থবছরে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়েছিল এবারের ঘাটতি তার তিনগুণ। আগের অর্থবছরের বাজেট ঘাটতি ছিল ৯৮৪ বিলিয়ন ডলার।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, সরকারের ঋণ এখন ২৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ আমেরিকার মোট জাতীয় সম্পদের অর্থমূল্য ২০ ট্রিলিয়ন ডলার।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন দাবি করেন, করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করতে গিয়ে বাজেট ঘাটতির পরিমাণ অনেক বেড়েছে। তিনি বলেন, আমেরিকার শ্রমিক, সাধারণ পরিবার, ব্যবসায়ী এবং অর্থনীতিকে চালু রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য এই ঋণ বেড়েছে বলে তিনি ইঙ্গিত দেন।


Exit mobile version