Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসী আটক


ইউএনভি ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে হঠাৎ করেই অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রোববার (৬ জুন) রাত ১১টার দিকে সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় চালানো অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছেসোমবার (৭ জুন) এ খবর দিয়েছে দ্য স্টার মালয়েশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে,মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, ১২ নারী ও দুই শিশু মোট ২০২ জনকে ধরতে সেখানে অভিযান চালানো হয়। তারা সবাই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভারতের নাগরিক। শেষ পর্যন্ত ১৫৬ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৬২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে। এদের কারো কাছেই বৈধ ভ্রমণ এবং শনাক্তকারী দলিল ছিল না, যোগ করেন তিনি।

দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, এই লোকগুলো যেখানে বসবাস করছিলেন সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিন মাস ধরে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় নিবন্ধকরণ বিভাগ এবং পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের পর সাংবাদিকদের দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, করোনার সংক্রমণ রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান। কিন্তু দেখা গেছে, তাদের অধিকাংশের কাছেই করোনা পরীক্ষার কাগজপত্র নেই।


Exit mobile version