Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মাহবুবা পারভীনের কবিতা : উদাসী বিকেল


উদাসী বিকেল

মাহবুবা পারভীন

এইসব ঘুঘুর ডাকহীন দুপুর
উদাসী বিকেল আর বিষাদি আলোয়
ডুবে যাওয়া সন্ধ্যারা গত হয়ে গেলে
আমরা বোবা হয়ে যাই।
ভেতরে বেজে ওঠে কত কত সুর।
অথচ, কথা বলবার মতন
আমাদের কেউ থাকে না!

আমরা কথা বলি-
আঁধারে ডুবে যাওয়া আকাশের সাথে,
খুব দূরে জ্বলতে থাকা একাকী
নিঃসঙ্গ শুকতারাটার সাথে।

আমরা কথা বলি-
তারা শোনে, কিংবা শোনে না।
ভেতরের হাহাকার প্রকট হয়।
বুকের ভেতর শূন্যতার পরিধিরা
বাড়তে বাড়তে মস্ত বড় আকাশ হয়।

অতঃপর হন্যে হয়ে
কথা বলবার মতো মানুষ খুঁজি।
কিন্তু এত এত মানুষের ভিড়েও
কথা বলবার মতন একটা মানুষ মিলে না!


Exit mobile version