মাহবুবা পারভীনের কবিতা : ভালোবাসার টান


ভালোবাসার টান

মাহবুবা পারভীন

তুমুল প্রেমে ডাকলে এমন করে
যায় কি মন বন্দী করে রাখা ?

ছুটে চলে পাহাড়ের বুক চিড়ে তাই নদী
ডাকছে সাগর শুনতে পায় যদি।

পূর্ণিমারই টানে, নদীর বুকে জোয়ার আনে
মেঘের সাধ্য কি তাকে আড়াল করে রাখে ?

আবার সেই ভালোবাসার হাতটি ধরে হাঁটা,
জানিনা পথের শেষে কি যে আছে, ফুল নাকি চোরা কাঁটা?

এবার যদি ভাঙি, ডুবেই যাবো আমি,
জীবন নৌকার চলা যাবেই এবার থামি।

মাঝি তুমি শক্ত হাতে ধরো আমার ভাঙা হাল,
উড়িয়ে দাও নীলাকাশে ভালোবাসার পাল।


শর্টলিংকঃ