Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মাহবুবুল এ খালিদের গানে সূর্য সেনকে স্মরণ


ইউএনভি ডেস্ক:

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের মৃত্যু বার্ষিকী আজ। বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন মাতৃভূমির স্বাধীনতার জন্য আত্মত‌্যাগকে একমাত্র ব্রত হিসেবে নিয়েছিলেন। চট্টগ্রামের রাউজানে জন্ম নেয়া সূর্য সেন আজকের দিনে (১৯৩৪ সালের ১২ জানুয়ারি) দেশের জন্য নিজ জীবন উৎসর্গ করেন।

বাঙালির মহান এই বিপ্লবীর আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

‘সূর্য সেন’ শিরোনামের গানটির সুরারোপ করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। যুগল কণ্ঠের গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নি এবং রাজীব।

গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, সূর্য সেনকে ফাঁসি দিয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলন চিরতরে মুছে দেয়া যায়নি। বরং তাঁর আত্মত‌্যাগের আদর্শ বহু বিপ্লবীর জন্ম দিয়েছে।

যার ফলশ্রুতিতে ১৯৪৫ সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাঁর জীবনদানের মাধ্যমেই এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। আশা করছি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম সূর্য সেনকে আরও ভালো করে জানতে ও বুঝতে পারবেন।


Exit mobile version