Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মা করোনায় আক্রান্ত, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে


ইউএনভি ডেস্ক:

করোনায় আক্রান্ত হওয়ায় মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে। মঙ্গলবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায়। পরে পুলিশ অসুস্থ মা পুষ্প রানী সাহাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন ডাক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাতিপাড়ার প্রয়াত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন ধরে ঢাকায় মেয়ের বাড়িতে ছিলেন। এসময় তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে নিজ বাড়ি বাড়িতে আসেন। তবে তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তালা ঝুলিয়ে দেয় ছেলে মানষ কুমার সাহা।

বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করার পর পুষ্প রানী ওই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়তে পারেন রংপুরে ঈদে মদপানে একসঙ্গে ৬ জনের মৃত্যু


Exit mobile version