Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মা-বাবাকে কুপিয়ে হত্যা, ‘মাদকাসক্ত’ ছেলে আটক


ইউএনভি ডেস্ক:

চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানিয়েছেন।নিহতরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের মহিরুদ্দীন (৬৫) ও স্ত্রী আয়না বেগম (৫০)।নিহতদের ছেলে মিলনকে (৩০) থানা হেফাজতে রাখা হয়েছে।

সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য তারিক হোসেন বাবুল জানান, বেলা ১২টার দিকে ‘মাদকাসক্ত’ মিলন তার বাবা ও মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

“এরপর পালিয়ে যাওয়ার সময় পাশের রাজাপুর বড়বাড়ী গ্রাম থেকে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে।”

ওসি রিফাত খান রাজিব জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। নিহতদের ছেলেকে আটক করে থানা নেওয়া হয়েছে।তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Exit mobile version