Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাল তুলে মজুত, যুবলীগ নেতার কারাদণ্ড


ইউএনভি ডেস্ক:
ঝালকাঠির নলছিটিতে মিথ্য তথ্য দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল তুলে মজুত রাখার অপরাধে আব্দুর রহিম হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুর রহিম হাওলাদারে বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের চার বস্তা চালসহ তাকে আটক করে প্রশাসন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার ওই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অসহায় ও দুস্থদের জন্য সরকারের ভিজিডি কার্ড স্থানীয় একজন জনপ্রতিনিধির সহযোগিতায় নিজের স্বজনদের নামে করেন আব্দুর রহিম হাওলাদার। ওই কার্ড দেখিয়ে প্রতি মাসে সরকারি বরাদ্দের চাল উঠিয়ে নিতেন তিনি। সেই চালই তার ঘরে মজুত ছিল।


Exit mobile version